পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT
CTBTএর পূর্ণরূপ কি?
উত্তর: Comprehensive Nuclear-Test-Ban Treaty
CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয় কবে?
উত্তর: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
CTBT চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ১৮৫ টি।
CTBT কতটি দেশ দ্বারা অনুমোদিত হয়েছে?
উত্তর: ১৭২ টি।
বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে কবে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৬।
বাংলাদেশ CTBT স্বাক্ষরকারী কততম দেশ?
উত্তর: ১২৯ তম।
বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে কবে?
উত্তর: ৭ মার্চ ২০০০।
বাংলাদেশ CTBT অনুমোদনকারী কততম দেশ?
উত্তর: ২৮ তম।
CTBT চুক্তির উদ্দেশ্য কি?
উত্তর: পারমানবিক পরীক্ষার ভয়াবহতার হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতির CTBT প্রত্যাহার আইনে স্বাক্ষর করেন কবে?
উত্তর: ২ নভেম্বর, ২০২৩।
রাশিয়ার পরমাণু অস্ত্রের নিষিদ্ধকরণ চুক্তি CTBT থেকে প্রত্যাহার কার্যকর করেন?
উত্তর: ৮ নভেম্বর, ২০২৩।
